জাতীয় পুষ্টি মাসে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব মেটাতে আয়োডাইজড নুনের গুরুত্বে জোর

মার্চ মাস জাতীয় পুষ্টি মাস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে আয়োডাইজড নুনের প্রয়োজনীয়তা ফের তুলে ধরা হয়েছে। ভারতে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব এখনও একটি বড় চ্যালেঞ্জ।

১৯৫০-র দশকে আয়োডিন ঘাটতির বিরুদ্ধে লড়াইয়ে শুরু হয়েছিল আয়োডাইজড নুনের ব্যবহার। ইউনিভার্সাল সল্ট আয়োডাইজেশন (USI)-এর মাধ্যমে তা ছড়িয়ে পড়ে দেশজুড়ে।

বর্তমানে ডাবল-ফর্টিফায়েড সল্টে (DFS) আয়োডিন ও আয়রনের মতো প্রয়োজনীয় উপাদান যুক্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাবারে ফর্টিফায়েড সল্ট ব্যবহার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।