বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতি কাণ্ডে কোমর বেঁধে তদন্তে নেমেছে ইডি।
ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার তাঁর নয়া ‘কীর্তি’ ফাঁস করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! সম্প্রতি জ্যোতিপ্রিয় ওরফে বালুর হিসাবরক্ষক শান্তনু ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু সংস্থার নথি পেয়েছেন তাঁরা। ইএইচ গ্রুপ অফ কোম্পানির অধীনে থাকা ১৩টি সংস্থার হদিশ মিলেছে।
সেখানে পার্টনার হিসেবে রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের নাম। বালুর হিসাবরক্ষকের বাড়িতে তল্লাশি চালিয়ে যে সকল সংস্থার নথি হাতে এসেছে, সেগুলির ব্যালান্স শিট দেখতে গিয়ে কার্যত অবাক হয়ে গিয়েছেন তদন্তকারীরা। সেই কোম্পানিগুলির নামে কোটি কোটি টাকা এসেছে।