২০ লিটার দেশি মদ উদ্ধার করলেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

২০ লিটার দেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম শম্ভু মাহাতো, বিহারের বাসিন্দা। জানা যায়, দীর্ঘদিন ধরে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এলাকায় বেআইনি মদের কারবার চালাতো অভিযুক্ত। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।