সাদা চাদরে ঢাকা উত্তর সিকিম

দীর্ঘ ১৩ মাস পর উত্তর সিকিম খুলতেই ভারী তুষারপাত। উত্তর সিকিম ঘুরতে যাওয়া পর্যটকদের বারতি পাওনা। ইয়াংসম ভ্যালি লাচুং লাচিং সহ উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় মঙ্গলবার থেকেই তুষারপাত শুরু হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছে পর্যটন ব্যবসার সাথে যুক্ত সকলকেই। যার কারণে এ বছর তুষারপাতের কারণে খুশি পর্যটন ব্যবসার সাথে যুক্ত সকল ব্যবসাহীরা।

ইতিমধ্যে যেসব পর্যটক উত্তর সিকিমে ঘুরতে গিয়েছে তারা এই তুষারপাত দারুন ভাবে উপভোগ করছে। উত্তর শিঘ্রই পার্বত্য এলাকা এখন সাদা চাদরে মুড়েছে।