ভূত চতুর্দশীতে কচিকাঁচারা ভূত সেজে আনন্দে মেতে উঠলেন

ভূত চতুর্দশীর রাতে ভূত সেজে আনন্দ উৎসবে মাতল আবাসনের কচিকাঁচারা। বুধবার রাতে জলপাইগুড়ির এসজেডিএ কম্পোজিট কমপ্লেক্সের আবাসনে রীতিমতো ভৌতিক পরিবেশ তৈরি করা হয়। কচিকাঁচাদের অভিনব এই কর্মকাণ্ড দেখার জন্য ভূত চতুর্দশীর রাতে সামিল হয়েছিলেন শতাধিক মানুষ।

শাকচুন্নি, মর্গের ভূত‌ সহ বিভিন্ন রকমের ভূতের প্রদর্শনী দেখতে পেয়ে বেজায় খুশি আট থেকে আশি। ভূত চতুর্দশী উপলক্ষে  আবাসনের কচিকাঁচারা নিজেরাই ইচ্ছে মতো ভূত সেজে ভৌতিক পরিবেশ উপহার দেয় সকলকে। বিজ্ঞানের অগ্রগতি এবং সচেতনতামূলক প্রচারের জন্য মানুষ ক্রমশই কুসংস্কার মুক্ত হচ্ছে।

এর প্রভাব লক্ষ্য করা যায় ভূত সেজে আসা শিশু কিশোরদের মধ্যে। নতুন প্রজন্মের কাছে ভূত শুধুমাত্র হাসি মজার খেলা ছাড়া কিছুই নয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে তাই যেন দেখা‌ শিশু কিশোরদের কর্মকাণ্ডে।