শহর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নগরায়নের জেড়ে কাঁটা পরছে রাস্তার ধারে থাকা গাছ।এই গাছের পরিপূর্ণতা করতে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির গ্রহণ করেছেন “স্নেপ ফাউন্ডেশন”।শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের উপস্থিতিতে “স্নেপ ফাউন্ডেশন” সপ্তাহ ব্যাপি প্রধান সড়কের ধার দিয়ে নানান বড় জাতের গাছ লাগাবার উদ্যোগ গ্রহণ করলেন।সংস্থার সম্পাদক কৌস্তব চৌধুরী ও অন্যান্য সদস্য ও সদস্যাদের উপস্থিতিতে স্টেশন ফিডা রোডে শিলিগুড়ি দমকল দপ্তরের সামনে থেকে এই বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়।প্রায় ২০০টি বড় জাতের গাছ প্রধান সড়ক গুলোর ধার দিয়ে রোপন করা হবে বলে জানান উদ্দ্যোক্তারা।মেয়র গৌতম দেব এর সুচনা করেন।
Related Posts

চুরি যাওয়া ও হারানো মোবাইল ফোন ফেরত দিয়েছে শিলিগুড়ি থানার পুলিশ
শিলিগুড়ি, চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি থানার পুলিশ।জানা গিয়েছে, শহর শিলিগুড়ির…
Share this:

শিলিগুড়িতে বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা
শহরে দুদিন বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। দুদিন পানীয় জলের ঘাটতি মেটাতে শহরের বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক, জলের পাউচ পাঠানোর…
Share this:

দুর্ঘটনা রুখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির
শহরে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনা রুখতে পথ চলতি মানুষদের সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন করতে বিশেষ…