গত মঙ্গলবার অর্থাৎ ১৫ই এপ্রিল পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকার একটি বাড়িতে জানালা দিয়ে লাঠি ঢুকিয়ে দরজার ছিটকিনি খুলে ৮০ হাজার টাকা নগদ সহ লক্ষাধিক স্বর্নলংকার নিয়ে চম্পট দিয়েছিল চোরের দল।এমন ঘটনায় হতবম্ব স্থানীয় থেকে পুলিশ প্রশাসন।
তবে দির্ঘসময় ধরে এত বড় চুরির ঘটনা দুস্কৃতিরা ঘটালেও বিন্দুমাত্র টের পায়নি বাড়ির সদস্যরা। পরিবারের সদস্যদের সন্দেহ কোন নেশাজাতীয় স্প্রে করেই এমন কর্মকাণ্ড ঘটিয়েছিল দুস্কৃতিরা। ঘটনার পরপরই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গত মঙ্গলবার ওই চুরির ঘটনায় ফুলবাড়ি থেকে এমডি রফিকুল ও এমডি সমিরকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে একই চুরির ঘটনায় এনজেপি রাজাহোলী থেকে গ্রেফতার করা হয় এমডি সাদ্দামকে। তবে তাদের কাছ থেকে কোন চুরির সামগ্রী উদ্ধার করতে সমর্থ হয়নি পুলিশ।সেই কারনে বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে আদালতের কাছে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।