জাবরভিটা ডাকাতি মামলায় এক অভিযুক্তকে আটক করলো পুলিশ

গত বৃহস্পতিবার ভর সন্ধ্যায় এক বৃদ্ধার গলার সোনার চেন ও কানের দুল ও আংটি ছিনতাই করে পালায় চার দুষ্কৃতী। ঘটনাটি ঘটে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত জাবরাবিটা এলাকায়। ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, সন্ধ্যায় ঠাকুরনগরের বাসিন্দা সরস্বতী মন্ডল বাড়ি থেকে বেরিয়ে একটি কাজের উদ্দেশ্যে অন্যত্রে যাচ্ছিলেন। এরপর জাবরাভিটা এলাকায় পৌছলে চারজন দুষ্কৃতী মোটরবাইকে এসে ওই বৃদ্ধাকে আটকে মুখ চেপে ধরে, এরপরই কানের, গলার মালা ও আংটি খুলে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এরপরই ওই বৃদ্ধা স্থানীয়দের বিষয়টি জানান। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি নিউ জলপাইগুড়ি থানায় খবর দেয়। ঘটনার পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করে।তদন্তে নেমে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অম্বিকানগর থেকে কুখ্যাত বিশ্বজিৎ চৌধুরী ওরফে বিটলাকে গ্রেফতার করে। এর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বিভিন্ন থানায়।

শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ঘটনা তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিয়ে সোমবার রুপু কর্মকার নামে আরেক অভিযুক্তকে আশিঘর থেকে গ্রেফতার করে।এর পর তার পুর্ব হাতিয়াডাঙ্গা বাড়ি থেকে উদ্ধার হয় সেই চুরি যাওয়া সোনার অলংকার। ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।