সুবিধাবঞ্চিত মেয়েদের মুখে হাসি ফোটাল ‘প্রয়াস’

দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। তাই পূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত ২০৫জন মেয়েকে তাদের পছন্দের পোশাক কিনে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করেছে ‘প্রয়াস’ নামে একটি সমাজসেবী সংস্থা। ১২০০ টাকা মূল্যের জামাকাপড় ও প্রসাধন সামগ্রী কেনার পর তাদের প্রত্যেকের মুখেই ছিল খুশির হাসি।

সুবিধাবঞ্চিত শিশুরা যাতে সমাজে কখনো একা বোধ না করে তা নিশ্চিত করার একটি প্রচেষ্টা চালিয়ে আসছে ‘প্রয়াস’। তাদের উদ্দেশ্য এইসব শিশুদের শৈশবের স্মৃতিও অন্য শিশুদের মতো মধুর হোক। উপস্থিত সকলেই এই সুন্দর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। আপনিও পারেন ‘প্রয়াস’-এর উদ্যোগে অংশ নিয়ে একটি শিশুর মুখে হাসি ফোটাতে মানবতার হাত বাড়িয়ে দিতে ।