কাজের দাবিতে ধর্ণায় বসে বিক্ষোভ দেখতে গিয়ে আটক হল প্রায় ৪০ জন গ্রামবাসী। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে কাঁকসার বাঁশকোপা গ্রামের বাসিন্দারা বাঁশকোপার একটি বেসরকারি কারখানার গেটের সামনে স্থানীয়দের কাজের দাবিতে ঝর্ণায় বসে। কারখানার গেট আটকে স্থানীয়দের বিক্ষোভের জেরে কারখানায় কোনো যানবাহন প্রবেশ করতে পারে নি।
স্থানীয়দের অভিযোগ এর আগেও বহুবার কাজের দাবিতে তারা বিক্ষোভে বসলেও কারখানা কর্তৃপক্ষ কাজের বিষয়ে তাদের কোন লিখিতভাবে প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ।বারবার বিক্ষোভ দেখিয়েও কাজের কাজ কিছুই হয় না।তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে কারখানার গেটের সামনে গ্রামবাসীরা ধর্ণায় বসে এবং কারখানার গেটের সামনে বাঁশকোপা গ্রামের বাসিন্দাদের বিক্ষোভে জেরে কারখানার ভেতর শ্রমিকরা এবং কোন যানবাহন প্রবেশ করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে গ্রামবাসীদের বচসা শুরু হয়ে যায়। কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার কথা বলা হলে গ্রামবাসীরা তা না মানলে প্রায় ৪০ জন বিক্ষোভকারীকে আটক করে কাঁকসা থানার পুলিশ। বিক্ষোভকারীদের হটিয়ে কারখানার ভেতরে যানবাহন প্রবেশ করায় পুলিশ কর্মীরা।