খারাপ আবহাওয়া হওয়ার কারণে শুরু করা গেলনা উদ্ধার কাজ

বিপর্যয়ের রেশ কাটিয়ে লাচুং, লাচেনের মতো যেসব জায়গায় পর্যটকেরা আটকে আছেন সেখানে তাদের প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়ার কাজ শুরু করছেন সেনাবাহিনীরা। কিন্তু উদ্ধার কাজে এখনও নামানো যায়নি হেলিকপ্টার। সূত্র অনুযায়ী, নতুন করে ধস বা বৃষ্টি না হলেও খারাপ আবহাওয়ার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এ দিন সকালে সেনাবাহিনীর দু’টি হেলিকপ্টার মঙ্গন হেলিপ্যাডে আনা হয়।

তবে মঙ্গন থেকে চুংথামে গিয়ে রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখছে এনডিআরএফেএর একটি দল। তিস্তা থেকে নতুন করে উদ্ধার হয়েছে ৯ টি দেহ। জানা গেছে এখনও অবধি মোট ২৭ টি দেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে থেকে পাঁচজন সেনা জওয়ান ও দু’জন সাধারণ বাসিন্দাকে শনাক্ত করা হয়েছে।

সিকিমের মুখ্যমন্ত্রী জানান, মৃতদের পরিবার-পিছু ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে। এবং শিবিরে আশ্রিত সকলকে ২ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।