রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন আদিবাসী বস্তির বাসিন্দারা

ভোট আসে ভোট যায়। নেতারা এলাকার উন্নয়নের বহু প্রতিশ্রুতি দিয়ে যায় ভোটের আগে। কিন্তু ভোট ফুরলে ভুলে যায় রসিক বিল বনাঞ্চল এলাকার আদিবাসী বস্তির মানুষদের। তাই এবার ভোটের আগে পাকা রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন রসিকবিল বনাঞ্চল এলাকার আদিবাসী বস্তির বাসিন্দারা। তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের মহিষকুচি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রসিকবিল আদিবাসী বস্তিতে রীতিমতো প্ল্যাকার্ড হাতে নিয়ে ভোট বয়কটের ডাক দিলেন আদিবাসী বস্তির বাসিন্দারা। মহিষকুচি 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকার টাকোয়ামারি বাজার হয়ে পাগলীরকুঠির ধাম সংলগ্ন এলাকায় প্রায় চল্লিশ বছর ধরে বসবাস করেন বহু আদিবাসী সমাজের লোকজন। বর্তমানে প্রায় ১৫০ টি পরিবারের বসবাস ওই গ্রামে।

অভিযোগ, আদিবাসী সমাজের ভোট ব্যাংককে হাতিয়ার করতে ভোটের আগে শাসক ও বিরোধী দুই দলের রাজনৈতিক দলের নেতাদের আনাগোনা বারে এই আদিবাসী বস্তিতে। সে সময় রাজনৈতিক নেতাদের মুখে আদিবাসীদের জন্য উন্নয়নের প্রতিশ্রুতি মিললেও সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয়নি। বহু বছর ধরে গ্রামে ঢোকার একমাত্র রাস্তাটি বেহাল অবস্থায় থাকলেও সেটি সংস্কারের কোন উদ্যোগ নেয়নি প্রশাসন। বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এলাকার ছাত্রছাত্রীরা সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হচ্ছে। এই অবস্থায় পাকা রাস্তার দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এলাকার বাসিন্দারা।