আচমকাই জলপাইগুড়ির দুয়ারে রেশন কর্মসূচিতে হানা দিল সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দফতর। গ্রাহকদের সঙ্গে কথা বললেন সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী। গ্রাহকদের সুযোগ সুবিধা খতিয়ে দেখলেন মহকুমাশাসক। সঙ্গে ছিলেন খাদ্য দফতরের সাব ডিভিশনাল অফিসার শুভাশিস বায়েন ও পুলিশ অফিসার। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের ২৫ নম্বর ওয়ার্ডের শান্তি পাড়া এলাকায় দুয়ারে সরকার চলছিল। সেখানেই হানা দিলেন প্রশাসনের কর্তারা। রেশনের গ্রাহকদের সঙ্গে কথা বললেন মহকুমাশাসন। কিভাবে রেশনের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে সঠিক মাপ দেওয়া হচ্ছে কিনা সবটাই খতিয়ে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, “
রাজ্য সরকারের প্রকল্প গুলি কিভাবে চলছে খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসলাম। সব কিছু ঠিকই রয়েছে।” খাদ্য দফতরের সাব ডিভিশনাল অফিসার শুভাশিস বায়েন বলেন,” আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে হবে সকল গ্রাহককে। একবার করলেই সারা বছর রেশন নিতে পারবেন। রেশন নেওয়ার জন্য পরিবারের একজন আসলেও হবে। তবে সকলকে লিঙ্ক করাতে হবে।”