সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ার। তাঁর পলিগ্রাফ টেস্ট করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানেই এক বিস্ফোরক দাবি করেছেন ধৃত।
সূত্রের দাবি, ওই পরীক্ষার সময় উদ্বিগ্ন এবং অস্থির হয়ে উঠেছিলেন মূল অভিযুক্ত। সিবিআই নানান প্রমাণ সামনে রেখে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে প্রশ্ন করলে তিনি নাকি নানান অজুহাত দিতে শুরু করেন। সঞ্জয় জানিয়েছেন, তিনি সেমিনার হলে গিয়ে তরুণী ডাক্তারকে মৃত অবস্থায় দেখতে পান। চিকিৎসককে ওই অবস্থায় দেখে সেখান থেকে পালিয়ে যান বলে দাবি করেন।
রিপোর্ট অনুযায়ী, পুলিশ এবং সিবিআই ধৃত সঞ্জয়ের দাবিতে বেশ কয়েকটি অসঙ্গতি পেয়েছে। এক অফিসার জানান, আরজি কর কাণ্ডে নিজেকে নির্দোষ বলে দাবি করলেও ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা এবং মুখে আঘাত নিয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি সঞ্জয়।