সাতসকালে মিলল হাতির দর্শন, রিসোর্টে বসেই হাতির দেখা পেয়ে খুশি পর্যটকেরা

সাতসকালে হাতির দর্শন পেল পর্যটকরা। রিসোর্টে বসেই হাতি দেখা পেয়ে খুশি পর্যটকেরা। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকায়।
জানা যায়, সোমবার রাতে গরুমারা জঙ্গল থেকে বেড়িয়ে একটি হাতি খাবারের সন্ধানে চলে আসে দক্ষিণ ধুপঝোড়া কায়েত পাড়া সংলগ্ন এলাকায়। রাতভর লোকালয়ে থাকার পর মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ হাতিটি এলাকার একটি বেসরকারি রিসোর্টের পাশ দিয়ে চা বাগানের রাস্তা ধরে গরুমারা জঙ্গলে ফিরে যায়। সাত সকালে রিসোর্ট এর পাশ দিয়ে হাতি যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন পর্যটকরা।

গত কয়েকদিন ধরেই দক্ষিণ ধুপঝোড়া কায়েত পাড়া এলাকায় লাগাতার হানা দিচ্ছে হাতি। বর্তমানে জমিতে ধান নেই। কৃষকরা হাতির ভয়ে আগেই ধান কেটে ঘরেও তুলেছে। আর ধান না পেয়েই বসতি এলাকায় চলে আসছে হাতি। তবে এদিন হাতিটি এলাকায় আসলেও কিছু ক্ষতি করেনি। মেঘ না চাইতে জলের মতো এদিন রিসোর্ট থেকে হাতি দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পর্যটকেরা।