বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা (বর্তমানে বহিষ্কৃত) কুন্তল ঘোষ।
গত বছর জানুয়ারি মাসে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। এরপর থেকে জেলের মধ্যেই দিন কাটছে তাঁর। সম্প্রতি সেই কুন্তলই জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবার তাঁর জামিনের বিরোধিতা করে চাঞ্চল্যকর দাবি করল ইডি।
ইডি দাবি করে, গ্রেফতার হওয়ার কয়েকদিন পরেও কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি ৬০ লক্ষ টাকা ঢুকেছিল। সেই টাকার উৎস কী, সেই বিষয়ে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি বলে জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ হাইকোর্টে কুন্তলের জামিন মামলার শুনানি শেষ হয়েছে।