হাইকোর্টের দ্বারস্থ হলেন একাধিক ডাক্তার

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার পর শিরোনামে উঠে এসেছে ‘থ্রেট কালচার’এর বিষয়টি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বেশ কয়েকজন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে এর অভিযোগ উঠেছে।

ইতিমধ্যেই এই নিয়ে ৫১ জনকে সাসপেন্ড করা হয়েছে। এবার জল গড়াল কলকাতা হাইকোর্ট অবধি। আরজি করের অন্দরে ‘থ্রেট কালচার’এর অভিযোগ ওঠার পর একটি তদন্ত কমিটি তৈরি হয়। সেই তদন্ত কমিটি সবটা খতিয়ে দেখার পর ৫১ জনকে সাসপেন্ড করা হয়।

এবার এই চিকিৎসকরাই সোজা হাইকোর্টের দ্বারস্থ হলেন। হাসপাতালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করতে চেয়ে উচ্চ আদালতে গিয়েছেন তাঁরা। হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন এই সাসপেন্ডেড চিকিৎসকরা। ইতিমধ্যেই তাঁদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন জাস্টিস সেন। আগামী শুক্রবার এই মামলার শুনানি হওয়ার কথা।