শিব চতুর্দশী পালন জলপাইগুড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ী শিব মন্দিরে

৯ই মার্চ শনিবার জলপাইগুড়ি রাজ বাড়ির ঐতিহ্যবাহী শিব মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে। গতকাল রাত থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা আসে জলপাইগুড়ি রাজবাড়ির শিবমন্দিরে বাবার মাথায় জল ঢালতে।

রাতেও যেরকম ভিড় লক্ষ্য করা যায় রাজবাড়ি শিবমন্দিরে, তেমনি সকাল থেকেও ভিড় লক্ষ্য করা যায়। এদিন রাজবাড়ী শিবমন্দিরে পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালেন এবং তারা তাদের মনস্কামনা পূরণে বাবার কাছে মানত করেন।

 যদিও পূণ্যার্থীরা জানান এই রাজবাড়ীর শিব মন্দির খুব জাগ্রত যা মানত করা যায় তাই ফলে পূণ্যার্থীদের।রাজবাড়ী সাঁতার কমিটির পক্ষ থেকে গতকাল রাত থেকেই খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়। এবং তা সকল পূণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হয়।