জলপাইগুড়ি:- জঙ্গলে অবৈধ রিসোর্ট ভাঙার পর এবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত তিস্তা নদী পারের দোমোহনীতে রাজ্যে সরকারের পি ডাব্লিউ ডি দপ্তরের অধীনে থাকা জলা জমি দখল মুক্ত করতে অভিযানে নামলো প্রশাসন।
মঙ্গলবার দুপুরে ময়নাগুড়ির বিডিও সহ পূর্ত দপ্তর এবং পুলিস দোমোহনীর মরিচবাড়ি সংলগ্ন এলাকায় জলা ভূমি দখল করে গড়ে ওঠা দোকান ভেঙে দেয়, এর পাশাপাশি এই এলাকায় সরকারি জমি এবং জলা ভূমি দখল করে দোকান গোডাউন তৈরি করা ব্যবসায়ীদের আগামি সাত দিনের মধ্যে জায়গা থেকে সরে যাবার নোটিশ জারি করে।
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুনীল সরকার বলেন, আজকে প্রশাসনের লোকজন এসে দোকানটি ভেঙে দেয় এবং জলা ভুমি দখল করে যারা দোকান ঘর তৈরি করছে তাঁদের আগামী সাত দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দিয়ে গেছেন।