বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে জলপাইগুড়িতে মৌন মিছিল

জলপাইগুড়ি:- ওপার বাংলায় নির্যাতনের বিরূদ্ধে জণ জাগরণ পদযাত্রা, হিন্দু সুরক্ষা মঞ্চের মৌন মিছিল জলপাইগুড়িতে। মঙ্গলবার হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর চলা নারকীয় নির্যাতনের বিরূদ্ধে এপার বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জন জাগরণ যাত্রার মধ্যে দিয়ে পান্ডা পাড়া থেকে মৌন মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এই প্রসঙ্গে হিন্দু সুরক্ষা মঞ্চের আহ্বায়ক পাঞ্চালি দেব সিকদার নাগ বলেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত দেখতে পাচ্ছি, বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর কি ধরনের নারকীয় নির্যাতনের ঘটনা ঘটে চলেছে, বাংলাদেশের ছাত্র ছাত্রীরা প্রথমে নিজেদের দাবিদাবা নিয়ে আন্দোলন করলেও পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি, এর মূল লক্ষ্য ওখানে বসবাসকারী হিন্দুদের ওপর নির্যাতন করে তাদের উৎখাত করা, এরই বিরূদ্ধে জনমত তৈরি করার লক্ষ্যেই আজকের এই কর্মসূচি।