ভক্তিনগর থানা এলাকায় ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ।রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করে ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ।ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে ভক্তিনগর থানার পিসি মিতাল বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী অপরাধ মূলক কাজ সংগঠিত করার জন্য জড়ো হয়েছে।গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ।অভিযানে মিলে যায় সাফল্য।পুলিশের হাতে ধরা পড়ে ছয় দুষ্কৃতী।তাদের হেফাজত থেকে উদ্ধার হয় নানান রকম যন্ত্রপাতি।ধৃতরা পুলিশের কাছে স্বীকার করে তারা ভক্তিনগর থানা এলাকায় ডাকাতির ছক কষছিল।ধৃতদের নাম বিকি দর্জি,শ্যামল বর্মন,অর্জুন থামি,বিষ্ণু বর্মন,দীপক মল্লিক এবং সুদীপ চৌধুরী। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পেশ করে ভক্তিনগর থানার পুলিশ।