আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ মায়াপুরের ইসকন। প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ির ওল্ড মাটিগাড়ায় হতে চলেছে আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজো। এবার তাদের এই পুজো ১৫ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। মূলত মায়াপুরের ইসকন মন্দিরের আদলে করা হচ্ছে মন্ডপ সজ্জা। পাশাপাশি শিলিগুড়ির কুমারটুলি থেকে আনা হচ্ছে প্রতিমা। এছাড়াও আলোকসজ্জা থাকছে চোখে পড়ার মতো। মোট ১০ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে এবার এই পুজো। পাশাপাশি পুজো চলাকালীন থাকতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক উদ্যোগ এবং সকলের জন্য থাকছে বিশেষ ভোগের আয়োজন।
পুজোর কদিন শিলিগুড়ির আলিঙ্গনের পুজো মন্ডপে এলে মনে হবে আপনি মায়াপুরের ইসকন মন্দিরে রয়েছেন। এমনটাই দাবি পুজো কমিটির৷ এই মন্ডপ সজ্জা দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। নদিয়ার মায়াপুরের ইসকন দেখার সাধ থাকলেও, সাধ্য অনেকের থাকে না৷ আবার অনেকেরই ইচ্ছে থাকলেও, বিভিন্ন কারণে সেখানে পৌঁছতে পারেন না৷ ফলে মায়াপুরের ইসকন দেখার সাধ অপূর্ণ থেকে যায় ৷ এবার সেই সাধ পূরণ করতে শিলিগুড়ির আলিঙ্গন মায়াপুরের ইসকনের আদলে তাদের মন্ডপ তৈরি করেছে।