গভীর রাতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করলেন শিলিগুড়ি থানার পুলিশ

পানিট্যাংকি ফাঁড়ির যৌথ অভিযানে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান,গ্রেপ্তার দশ।ধৃতরা প্রত্যেকেই কলকাতার বলেই জানা গিয়েছে। শিলিগুড়ি শহরে চলছিল প্রতারণার ফাঁদ।সূত্রের খবর একটি অ্যান্টিভাইরাস কোম্পানির নাম করে কার্যালয়ে খুলে মানুষকে প্রতারণা করছিল এরা। ল্যাপটপ মোবাইল প্রচুর সিম কার্ডকে ব্যবহার করে এই চক্র সাজিয়ে বসে ছিল তারা। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই গতকাল গভীর রাতে ওই কল সেন্টারে হানা দেয় শিলিগুড়ি থানা সাদা পোশাকের পুলিশ এবং শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ। অভিযানে মিললো সাফল্য।

শিলিগুড়ি পৌর নিগমের ১১নম্বর ওয়ার্ডের শিশির ভাদুড়ি সরণীর একটি ফ্ল্যাটে চলছিল অবৈধ এই কারবার।শিলিগুড়ি থানার পুলিশ কলকাতার ১০ যুবককে গ্রেফতার করে বেআইনি সেন্টারের পর্দা ফাঁস করল।এই অভিযানে উদ্ধার হয়েছে চারটি ল্যাপটপ,৬টি মোবাইল ছাড়াও আরো বেশ কিছু নথি।ধৃতরা মানুষকে বোকা বানিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা সাফাই করতে বলেই জানা গিয়েছে।বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি থানার পুলিশের কাছে এই খবর আসছিল।

অবশেষে অভিযানে গ্রেপ্তার দশ।ধৃতরা কলকাতা সহ বিভিন্ন জেলার বাসিন্দা।এই চক্রে বহিরাগত নেটওয়ার্ক জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।রাতের এই অভিযানে ধৃতদের নাম এমডি আরসাদ এমডি আমন রাজা ফিরোজ খান আব্দুল তৌহিত রোহিত গুপ্ত রাজেশ শাও এমডি উমর সৌম বিকাশ কুণ্ডু মেহতা আহমদ আনসারি অভিজিৎ দাস।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।