রাজ্য সরকারের উদ্যোগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত কর হল সৃষ্টিশ্রী মেলা

সরস মেলা, হস্তশিল্প মেলা সহ একাধিক মেলার পর এবার ‘সৃষ্টিশ্রী মেলা’ এর আয়োজন করল রাজ্য সরকার। জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন মেয়র গৌতম দেব।

তার সাথে উপস্থিত ছিলেন, দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধীপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা। জানা যায়, এই মেলা প্রথম আঞ্চলিক মেলা, যেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছে।

মোট ৭৫ টি স্টল রয়েছে এই মেলায়। মেলা চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। এদিন মেয়র জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করতে রাজ্যজুড়ে একাধিক মেলার আয়োজন করা হয়। যার মাধ্যমে মহিলারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠছে।