ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের সম্মানে রাস্তার‌ নামকরণ জলপাইগুড়ি শহরে

ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ঐতিহ্যবাহী‌ ইস্টবেঙ্গল ক্লাবের সম্মানে একটি রাস্তার‌ নামকরণ করা হলো জলপাইগুড়ি শহরে।মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নামকরণ করেন শিলিগুড়ির মেয়র‌ গৌতম দেব।

উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের‌ সচিব দেবব্রত সরকার, প্রাক্তন খেলোয়াড় আলভিটো ডি‌ কুনহা‌ সহ অসংখ্য সমর্থক‌ ও বিশিষ্টজনেরা। জলপাইগুড়ি পৌরসভার‌ উদ্যোগে‌ শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় রাস্তাটির নতুন নামকরণ করা হয় “ইস্টবেঙ্গল সরণী” নামে।

এদিন এই রাস্তার নামকরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অসংখ্য ইস্টবেঙ্গল ক্লাব সমর্থক‌।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ অন্যান্য কাউন্সিলররা‌।