NEET পরীক্ষা নিয়ে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অভিযোগ উঠেছিল। সেই মামলা পৌঁছেছিল সুপ্রিম কোর্টে। গত ৫ মে নিট পরীক্ষা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। তবে আবার কী নতুন করে নিট পরীক্ষা হবে?

নিটের প্রশ্নপত্র ফাঁস হাওয়া নিয়ে অভিযোগ নিয়ে মামলা শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। তবে নতুন করে নিট পরীক্ষা নেওয়ার উপর স্থগিতাদেশ জারি করতে রাজি নয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলা প্রসঙ্গে জানিয়েছে, রেজাল্ট প্রকাশের উপর স্থগিতাদেশ দেওয়া হলে সেটার মারাত্মক পড়বে ২৩ লক্ষ পরীক্ষার্থীদের জীবনের উপর।

নিট নিয়ে বিপত্তির শেষ নেই। পরীক্ষা চলাকালীন শোনা গিয়েছিল রাজস্থানে সামাজিক মাধ্যমের মাধ্যমে নিটের প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। যদিও এনটিএয়ের সিনিয়র ডিরেক্টর সাধনা পরাশর দাবি, সামাজিক মাধ্যমে যে প্রশ্নপত্রগুলি ছড়িয়ে পড়েছে, সেগুলির সঙ্গে নিটের প্রশ্নপত্রের কোন মিল নেই।