স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যারাথন সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সূর্যনগর স্পোর্টিং ক্লাব। থাকছে অঙ্কন প্রতিযোগিতা থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় রিচা ঘোষকে সম্বর্ধনা অনুষ্ঠান। স্বাধীনতা দিবস উপলক্ষে এবার সূর্যনগর স্পোর্টিং ক্লাবের বিশেষ আকর্ষণ রান ফর লাইফ ম্যারাথন।
মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে স্বাধীনতা দিবসের ওই কর্মসূচি ঘোষণা করেন আয়োজক সংস্থার সদস্যরা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
জানা গিয়েছে, ম্যারাথনটি মাল্লাগুড়ির ক্ষুদিরামের মূর্তির পাদদেশ থেকে শুরু হবে এবং শেষ হবে ডাবগ্রামের সুর্যনগর স্পোর্টিং ক্লাব ময়দানে। তারপর পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হবে পরবর্তী প্রতিযোগিতা। থাকছে অঙ্কন প্রতিযোগিতাও। প্রতিযোগিতার শেষে ওই দিনই ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় রিচা ঘোষ, স্বর্ণপদক প্রাপ্ত বডিবিল্ডার মনোজ ঘোষ, পাওয়ার লিফটার নিহার রঞ্জন ঘোষ সহ আরও অনেককেই দেওয়া হবে সম্বর্ধনা। ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারিকে দশ হাজার, দ্বিতীয়কে সাত হাজার ও তৃতীয়কে পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।