৬০% ইলেকট্রিসিটি সাশ্রয় করবে সিম্ফনির নতুন কুলার

সিম্ফনি লিমিটেড লঞ্চ করল বিশ্বের প্রথম বিএলডিসি প্রযুক্তিসম্পন্ন ‘হাইলি এফিসিয়েন্ট এয়ারকুলার’ রেঞ্জ। এই এয়ারকুলারগুলি অন্যান্য কুলারের থেকে ৬০% অবধি কম বিদ্যুৎ ব্যবহার করে, ফলে বছরে ২০০০ টাকা অবধি সাশ্রয় হয়।

এয়ারকুলারের ক্ষেত্রে অগ্রণী কোম্পানি সিম্ফনি লিমিটেড তাদের বিএলডিসি রেঞ্জে তিনটি মডেল লঞ্চ করেছে যেগুলির ‘ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি’ হল ৮০ লিটার, ৫৫ লিটার ও ৩০ লিটার। এগুলি শুধু বিদ্যুৎ সাশ্রয় করে তা-ই নয়, এগুলির অন্যান্য ফিচারগুলির মধ্যে রয়েছে ৭-স্পিড অপশন্স, ৮ ঘন্টা অবধি নাইট স্লিপ মোড, টাচস্ক্রিন কন্ট্রোল প্যানেল, এম্পটি ওয়াটার ট্যাংক অ্যালার্ম ইত্যাদি।

সিম্ফনি এয়ারকুলার কার্বন ফুটপ্রিন্টও হ্রাস করে। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত সিম্ফনি লিমিটেড হল অগ্রণী ‘ইন্ডিয়ান মাল্টি-ন্যাশনাল এয়ার-কুলিং কোম্পানি’, যার উপস্থিতি রয়েছে ৬০টিরও বেশি দেশে। এই কোম্পানির প্রোডাক্টগুলি হাউসহোল্ড, কমার্সিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল স্পেসের ‘কুলিং রিকোয়ারমেন্টস’ পূরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সিম্ফনির বিএলডিসি প্রযুক্তির এয়ারকুলার রেঞ্জ ভারতেই নির্মাণ করা হয়।