সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার মাঝেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় বহাল থাকল সিঙ্গেল বেঞ্চের রায়ই।
খারিজ রাজ্যের আবেদন। সিঙ্গল বেঞ্চের রায়ের উপর হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে এই মামলায় সিবিআই তদন্তের উপর স্থগিতদেশ দেওয়া হয়েছিল। তবে এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানাল সিবিআই-ই ওই ঘটনার তদন্ত করবে।
এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, মামলাকারীর উপর যে শারীরিক নির্যাতন হয়েছে, তা মেডিক্যাল রিপোর্ট থেকে একেবারেই স্পষ্ট। ওই রিপোর্টকে অস্বীকার করা যায় না। তাই এই ঘটনার তদন্ত সিবিআই করবে। আইন মেনে কাজ হয়েছে কি না, সেই বিষয় নিশ্চিত করবে রাজ্য।