অবৈধভাবে গড়ে ওঠা বিরিয়ানির দোকানে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা

দিনহাটা শহরের অবৈধ গজিয়ে ওঠা বিরিয়ানির দোকানে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা।। অভিযান চালানোর সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবেক সাহা চৌধুরী দিনহাটা তৃণমূল কংগ্রেস শহর ব্লকের সভাপতি বিশুধর ,দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রনজিত মন্ডল, ফুড সেফটি অফিসার তাপস সরকার সহ অন্যান্যরা। এদিন অভিযানের সময় আধিকারিকদের প্রায় চক্ষু চরক গাছ বিরিয়ানির দোকানের অবস্থা দেখে। অস্বাস্থ্যকর ভাবেই দোকান এবং কারখানা চালাচ্ছে দোকানের কর্মী এবং মালিকরা। প্রায় প্রত্যেকটি দোকানে গিয়ে দেখা গেল বহুদিনের পুরনো মাংস ফ্রিজে জমা করে রাখা আছে। পাশাপাশি যে ফুটবলার বিরিয়ানিতে দেওয়া হচ্ছে তাও অনেকটা অশ্বাস্থ্যকর বলেই দাবি ফুড সেফটি অফিসারের। এদিন বেশ কয়েকটি বিরিয়ানির দোকান বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে তাদের পৌরসভায় গিয়ে দেখা করার কথা বলা হয়।