রাজ্য সরকার নবীন প্রজন্মকে সিভিক ভলান্টিয়ারদে চাকরি দেওয়া শুরু করেছে

রাজ্যের গ্রামাঞ্চলের নবীন প্রজন্মকে খেলাধুলোয় উৎসাহ দিতে কৃতী ক্রীড়াবিদদের সিভিক ভলান্টিয়ারদের বিশেষ পদে চাকরি দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। সেই ধারা বঅব্যাহত রেখে আরও ৫৮ জন নবীন ক্রীড়াবিদকে বিশেষ ক্যাটাগরির সিভিক ভলান্টিয়ার পদে নিযুক্ত করলেন রাজ্য সরকার।

টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে রাজ্য সরকার জঙ্গলমহল কাপ, সৈকত কাপ এবং রাঙ্গামাটি ক্রীড়া উৎসবে আরও ৫৮ জন বিজয়ী এবং রানার্স আপ অংশগ্রহণকারীদের বিশেষ ক্যাটাগরির সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।’ রাজ্য সরকার এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।’

রাজ্যের নবীন প্রজন্মকে বিশেষত গ্রামাঞ্চলের যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে রাজ্য সরকার একাধিক ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করেছে। জঙ্গলমহল কাপ, হিমালয়-তরাই-ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যাল, সুন্দরবন কাপ, সৈকত কাপ, কোচবিহার কাপ, খেত-নদী উৎসব, জলতরঙ্গ ক্রীড়া উৎসব, রাঙ্গামাটি ক্রীড়া উৎসবের আয়োজন করেছে রাজ্য সরকার। অর্থাভাবে অনেক সময় নবীব ক্রীড়াপ্রতিভা অকালে শেষ হয়ে যায়। তাই তাদের আর্থিক ভাবে সাবলম্বী করতে রাজ্য সরকার এই সব উৎসবে উঠে আসা নবীন ক্রীড়াপ্রতিভাকে বিশেষ ক্যাটাগরির সিভিক ভলান্টিয়ার হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রক্রিয়ারই অঙ্গ হিসাবে আরও ৫৮ জনের নিয়োগ করা হল।