দুইদিনের W২০ বৈঠক চলছে জয়পুরে

রাজস্থানের রাজধানী জয়পুরে দুইদিনের দ্বিতীয় W২০ (ডব্লিউ২০) ইন্টারন্যাশনাল মিটিং (১৩-১৪ এপ্রিল) শুরু হয়েছে। মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরে (ঔরঙ্গাবাদ) W২০’র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২৭-২৮ ফেব্রুয়ারি। W২০ বৈঠকের থিম হল ‘আনলিশ দ্য আনট্যাপড পোটেনশিয়াল অব উওমেন-লেড ডেভেলপমেন্ট: বিল্ডিং অ্যান ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ফিউচার’।

দুইদিনের বৈঠকে পাঁচটি প্রধান বিষয়ের প্রতি জোর দেওয়া হয় – ‘Women এন্টারপ্রিনারশিপ’, ‘গ্রাসরুট Women লিডারশিপ’, ‘ব্রিজিং দ্য জেন্ডার ডিজিটাল ডিভাইড’, ‘এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট’ ও ‘ক্লাইমেট চেঞ্জ’। বৈঠকে ১৮টি দেশের প্রায় ১২০ জন মহিলা প্রতিনিধি অংশগ্রহণ করেন। W২০ হল জি২০’র অফিসিয়াল পার্টনারশিপ গ্রুপ।

উদ্বোধনী অধিবেশনের বক্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ড. শমিকা রভি, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিব ইন্দিবর পান্ডে, মুখ্য সচিব ঊষা শর্মা ও জি২০ শেরপা অমিতাভ কান্ত উপস্থিত ছিলেন।