নিম্নমানের পাকা রাস্তা তৈরির অভিযোগে রাস্তার কাজ বন্ধ করাল গ্রামবাসীরা

নিম্নমানের পাকা রাস্তা তৈরির অভিযোগ তুলে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের ফলিমারী চিকনতলা এলাকায় রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা।

গ্রামবাসীদের অভিযোগ, পাকা রাস্তা তৈরির ২৪ ঘন্টা পর রাস্তায় হাত দিতেই উঠে যাচ্ছে পিচের প্রলেপ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছে পথশ্রী প্রকল্পের রাস্তা।
গ্রামবাসীদের দাবি, স্থানীয় ব্লক প্রশাসন ও তৃণমূল নেতাদের কাটমানির চাপেই রাস্তার মান খারাপ করতে বাধ্য হচ্ছেন ঠিকাদার।

এলাকার স্থানীয় বাসিন্দা নিরঞ্জন দাস জানান, পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন গ্রামের সকলেই। তবে দুই কিলোমিটার দূর থেকে পাথরের সঙ্গে পিচ মিশিয়ে নিয়ে এসে সেখানে রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তায় ঠিক মতো রোলার ব্যবহার করা হয়নি। পুরোপুরি দায়সারা ভাবে কাজ হয়েছে। তাই নির্মাণের পরের দিন রাস্তার পিচ, পাথর সব উঠে যাচ্ছে।