শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা করা হল শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে

শিলিগুড়ি : শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে শুরু হল ওয়ার্ড উৎসব নব দিগন্ত ২০২৫। শনিবার সকালে প্রভাত ফেরি ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড উৎসবের সূচনা করা হয়। শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব। আজ ১০ নম্বর ওয়ার্ডে উৎসবের সূচনা হল। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তথা এমএমআইসি কমল আগারওয়াল।

এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি মনোজ ভরমা, প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারের সম্পাদক অরিন্দম সান্যাল, আত্মজ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক বীণা চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন প্রভাত ফেরি মহাকাল পল্লী ময়দান থেকে শুরু হয়ে ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবার মহাকাল পল্লী ময়দানে এসে সমাপ্ত হয়। এছাড়াও এই প্রভাত ফেরীতে প্রিয়জন সোশ্যাল ওয়েলফেয়ারের তরফে বিশেষ আকর্ষণ রূপে ছিল সামাজিক সচেতনতামূলক ট্যাবলো।

অপরদিকে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল আগারওয়াল বলেন, আজ ওয়ার্ড উৎসবের সূচনা হল। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। নাচ,গান আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।