গিনিস বুকে নাম উঠতে চলেছে পৃথিবীর সব থেকে বড় রাখির

আজ রাখি পূর্ণিমা। ভাইদের হাতে বোনেরা রাখি পরাবে। আর এই পূণ্য তিথি উপলক্ষ্যে ভারতের মধ্য প্রদেশের ভিন্ড গ্রাম পৃথিবীর সব থেকে বড় রাখি তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। এই রাখিটি শীঘ্রই বিশ্বের সব থেকে বড় রাখির তকমা পেতে চলেছে। নাম উঠতে চলেছে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বিজেপির নেতা অশোক ভরদ্বাজের নেতৃত্বে এই বিপুলাকার রাখি বানানো হয়েছে তাঁরই ফার্ম হাউজে। তিনি উদ্যোগ নিয়ে পৃথিবীর সব থেকে বড় রাখি তৈরি করেন। এই টিমে যাঁরা রয়েছেন তাঁরা প্রথমে গুগল থেকে জেনে নেন যে বর্তমানে সব থেকে বড় রাখির সাইজ বা ওজন কত। তারপর সিদ্ধান্ত নেন সেটা ভেঙে ফেলার।

অশোক ভরদ্বাজ জানান তিনি একটি এজেন্সিকে নিয়োগ করেছিলেন এই কাজটি করার জন্য। ১০ জন কর্মী মিলে এই বিপুলাকার রাখিটি তৈরি করেন। তাঁরা এই রাখিটি বানাতে কাপড়, কার্ডবোর্ড, থার্মোকল, কাঠ, ইত্যাদি জিনিস ব্যবহার করেছেন। রাখির মূল জায়গাটা অর্থাৎ মাঝের অংশটা গোলাকার। এটির ব্যাস হল ২৫ ফিট। সঙ্গে দুটো আরও বল লাগানো হয়েছে যেগুলো এক একটি ১৫ ফিট চওড়া।

মধ্য প্রদেশের এই ভিন্ড গ্রামের রাখি নির্মাণের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে একাধিক কর্মী রাখির ছোট ছোট অংশ নিয়ে কাজ করছেন। একটি সাক্ষাৎকারে অশোক ভরদ্বাজ জানান, এই রাখিটি তৈরি হওয়ার পর এটি সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে। যদিও রাখির দৈর্ঘ্য কত হবে সেটা তিনি এখনও জানাননি। এই রাখি একসঙ্গে পাঁচ জায়গায় নিজের জায়গা করে নেবে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস, লিমকা বুক অব রেকর্ডস, ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস, এশিয়া বুক অব রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডস।