জল ছেড়ে ডাঙায় ঘুরে বেড়াতে দেখা গেল আট থেকে ন’ফুট লম্বা একটি কুমিরকে। যার কারণে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে কালনা শহরের ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন পালপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর সোমবার রাত ১টা নাগাদ ভাগীরথীর পার সংলগ্ন এলাকায় স্থানীয়দের নজরে পড়ে কুমিরটি। এর পরেই কুমিরটি ধীরে ধীরে ঢুকে পড়ে জনবসতিপূর্ণ এলাকায়। যার ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সোমবার রাতেই কালনা থানা এবং বনদফতরকে খবর দেওয়া হয়। এবং সেদিন সারা রাত জেগে কুমিরটিকে পাহারা দেন স্থানীয়রা। পরেরদিন মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ কুমিরটিকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা।
বিশেষজ্ঞদের মতে, এই জায়গায় মিষ্টি জলের কুমির অস্বাভাবিক।সচরাচর এসব জায়গায় দেখতে পাওয়া যায় না। তাই এই কুমিরটি কী ভাবে ওই জায়গায় এল, তা খতিয়ে দেখা হচ্ছে।