উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন গৌ শালা টি রয়েছে জলপাইগুড়িতে জাতীয় সড়কের পাসে অবস্থিত গোশালাটি স্থাপিত হয় ১৯১১ সনে সেই থেকেই আজকের দিনে বিশেষ পুজো সহ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে স্থানীয়দের কাছে যা গো শালার মেলা বলেই পরিচিত।
এবারেও শনিবার বিকেল থেকে গোশালায় শুরু হচ্ছে বিশেষ পুজো, মেলা সহ গোশালা পরিচালন সমিতির বার্ষিক সভা। এই প্রসঙ্গে দীপক কুমার বিহানি জানান, গোঅষ্টমীর দিনেই এই বিশেষ পুজো দেওয়া হয় গোশালায় থাকা গরু দের।
অপরদিকে গোশালার এই বিশেষ পুজোকে ঘিরে প্রতিবারই থাকে পুণ্যার্থীদের মধ্যে বিশেষ আবেগ। শনিবার পুজো দিতে আসা ভক্ত কণিকা চন্দ্র বলেন, গরু ভগবান শ্রী কৃষ্ণের রূপ , এখানে এসে পুজো দিলে মনে অনেক শান্তি খুজে পাই।