সত্য ঘটনা অবলম্বনে তৈরি অ্যানিমেশন শো কল্পপুরের গল্প Sony AATH-এ

বাংলা বিনোদন জগতে অন্যতম প্রিয় চ্যানেল Sony AATH কল্পপুরের গল্প নামে একটি পারিবারিক অ্যানিমেশন শো নিয়ে এসেছে। ১৭ শতকের শেষের দিকে বাংলার একটি ছোট গ্রাম কল্পপুরের পট ভূমিতে তৈরি এই অ্যানিমেশন শোটিতে একটি সাধারণ পরিবারের সংস্কৃতি, আবেগ এবং দৈনন্দিন জীবন যাত্রাকে তুলে ধরা হয়েছে।

কল্পপুরের গল্প অ্যানিমেশন শোটি কানাইয়ের গল্পকে ঘিরে তৈরি হয়েছে। একজন পরিশ্রমী কৃষক পরিশ্রমী কৃষক ও মা কালীর একনিষ্ঠ ভক্ত কানাইয়ের আর্থিক অবস্থা অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও সে জীবনে সবসময় খুশি থাকতে চায়। উল্লেখ্য, ২৮ মে দুপুরে ১২:৩০ মিনিটে কল্পপুরের গল্পের প্রিমিয়ার দেখতে হলে দর্শকদের Sony AATH-এ টিউন করতে হবে। কল্পপুরের গল্প নামক এই অ্যানিমেশন শোটিতে ভারতের সামন্তবাদ সময়ের একটি কাল্পনিক গ্রামের গল্প তুলে ধরা হয়েছে।


গল্পের নায়ক কানাইয়ের ওপর বিভিন্ন কারণে প্রায়ই নানা ভাবে অত্যাচার চালায় গ্রামের অত্যাচারী জমিদার দর্পনারায়ণ। শোটিতে মূলত ভারতে সামন্ততান্ত্রিক যুগে জমিদারি প্রথা চলাকালীন কৃষক শ্রেণির প্রতি অন্যায় ও দুর্দশার চিত্র তুলেধরা হয়েছে।