কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান NAPS-এ ডিবিটি চালু করেছেন

এডুকেশন ও স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, দেশের সকল শিক্ষানবিস প্রতিষ্ঠান ও তরুন পড়ুয়াদের জন্য, ন্যাশনাল অ্যাপ্রেন্টিশপ প্রমোশন স্কিম (NAPS)-এর আন্ডারে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) প্রকল্প লঞ্চ করেছেন। এই উদ্যগের মাধ্যমে তিনি এক লক্ষ পড়ুয়াদের ১৫ কোটি টাকা ডিস্ট্রিবিউট করেছেন। ২০১৬ সালে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমের সূচনা হওয়ার পর থেকে ৩১ শে জুলাই ২০২৩ পর্যন্ত মোট ২৫ লাখ তরুন শিক্ষানবিস হিসেবে নিযুক্ত হয়েছে।

শ্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে আমাদের দেশের শিক্ষানবিশ ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য পূরণ করার যেখানে দেশের পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জন করার সুযোগ পাবে। ডিবিটি-এর মাধ্যমে যে ১ লক্ষ শিক্ষানবিশ উপবৃত্তি পেয়েছেন। তাদের অভিনন্দন জানিয়েছেন তিনি। শ্রী ধর্মেন্দ্র প্রধান, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, কেরালা, হরিয়ানা, উত্তর প্রদেশ জুড়ে কিছু  ক্লাস্টার এবং শিক্ষানবিসিদের সাথে যোগাযোগ করেছেন। এই প্রকল্প আমাদের দেশের কর্মকর্তা এবং অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। এর মধ্যে কয়েকটি সংস্থা হল হিমাচল প্রদেশের বাদ্দি ক্লাস্টার এবং উত্তর মালাবার কনসোর্টিয়াম ইন্ডাস্ট্রি ক্লাস্টার প্রভৃতি।