Plastic Ban:সাবধান পহেলা জুলাই থেকে দিনহাটায় এটা ব্যবহার করলে আপনাকে জরিমানা দিতে হবে।

প্লাস্টিক নিষিদ্ধ plastic ban

দিনহাটা শহরের পরিবেশ রক্ষা করতে নবগঠিত পুর বোর্ড একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। শহরে যেমন গাছ লাগানোর জন্য বাসিন্দাদের উৎসাহিত করা হচ্ছে, তেমনই প্লাস্টিক দূষণ রোধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুরসভা। ইতিমধ্যে শহরের সর্বত্র প্লাস্টিক ব্যবহারের বন্ধের (Plastic Ban)জন্য নির্দেশনামা জারি করেছেন পৌরপতি গৌরীশংকর মহেশ্বরী। পয়লা জুলাই থেকে দিনহাটায় প্লাস্টিক ব্যবহার করলে ক্রেতা বিক্রেতা উভয়কেই জরিমানা করা হবে। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরাও।

দিনহাটা পৌরসভার ফরমান

শহরে সর্বত্র পঁচাত্তরের মাইক্রোনের কম এবং কোম্পানির ছাপ বিহীন প্লাস্টিকের ব্যাগ এবং এক শত মাইক্রোনের প্লাস্টিকের গ্লাস চায়ের কাপ, বাটি থার্মোকলের জিনিসপত্রের ব্যবহার নিষিদ্ধ (Plastic Ban) করা হয়েছে। পয়লা জুলাই থেকে শহরে কোনো ক্রেতা বিক্রেতার কাছে ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক পাওয়া গেলে বিক্রেতাকে ৫০ টাকা ও গ্রহীতাকে ৫০০ টাকা জরিমানা করা হবে।

পৌরপতির বক্তব্য

পুরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েই পরিবেশ রক্ষায় তৎপর হয়েছেন গৌরীশংকর মাহেশ্বরী। শহরে দূষণ রুখতে তিনি রাফ এন্ড টাফ।তিনি BNN Bangla কে বলেন, দিনহাটা শহরের প্লাস্টিকের ব্যবহার রোধে আমি বদ্ধপরিকর। ইতিমধ্যে শহরে প্লাস্টিক এর ব্যবহার রোধের নির্দেশিকা জারি করেছি। এরপরও যদি শহরে কেউ অবৈধভাবে প্লাস্টিক ব্যবহার করে , তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

পুরসভার উদ্যোগকে সমর্থন ব্যবসায়ী সমিতির

দিনহাটা শহরের ব্যবসায়ীরা ও পুরসভার প্লাস্টিক নিষিদ্ধ করন (Plastic Ban) অভিযান কে সমর্থন জানিয়েছে। দিনহাটা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উৎপলেন্দু রায় বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশকে রক্ষা করা খুবই জরুরী। তাই প্লাস্টিক দূষণ রোধে পৌরসভার এই উদ্যোগের পাশে আছে ব্যবসায়ীরা। পুরসভা নির্দেশ মেনে চলার জন্য আমরা সচেতন মূলক প্রচার চালাচ্ছি

প্লাস্টিকের বদলে (Plastic Ban)পাটজাত দ্রব্যের ব্যবহারের অ্যার্জি জানিয়েছে কৃষকরা

কোচবিহার জেলা জুড়ে প্রতিবছর প্রচুর পরিমাণ পাট উৎপন্ন হয়। কিন্তু সাধারণ মানুষ প্লাস্টিকের দ্রব্যের ব্যবহারের কারণে পাটজাত দ্রব্যের চাহিদা কম। তাই প্রতিবছর ফলন ভালো করেও অনেক চাষী লাভের মুখ দেখতে পায় না। গীতালদহের পাট চাষী রফিকুল ইসলাম বলেন, প্লাস্টিকের বদলে পাটজাত দ্রব্য ব্যবহার করলে পাটের বাজার পারবে। এতে যেমন পরিবেশ রক্ষা পাবে তেমনই চাষিরা লাভবান হবে।

প্লাস্টিক কিভাবে পরিবেশের ক্ষতি করে

প্লাস্টিক বর্জ্য উৎপত্তির স্থান থেকে বিভিন্ন উপায়ে ভিন্ন ভিন্ন আকারে পরিবেশে ছড়িয়ে পড়ে ৷ সমুদ্র স্রোত, বাতাসের অসম গতি, ভৌগোলিক বৈচিত্রতার কারণে প্লাস্টিক বর্জ্য বিভিন্ন উপায়ে ছড়িয়ে পড়ছে ৷ ক্যারিবিয়ান সমুদ্র অঞ্চলে গেলে তা ভালভাবে উপলব্ধি করা যায় ৷ ঐসব অঞ্চলে সাধারণত মাইক্রো ও ম্যাক্রো আকারের প্লাস্টিক বর্জ্য পাওয়া যায় ৷ যেহেতু প্লাস্টিক অপচ্য পদার্থ , তাই সৃষ্টির পর পুনঃচক্রায়ন না হওয়া পর্যন্ত এটি পরিবেশে অবস্থান করে ৷ এটি নিয়মিত প্রাণীর খাদ্যচক্রে ঢুকে পড়ছে (মাইক্রো কণাসমূহ) ,যা প্রাণীর জন্য খুবই বিপদজনক ৷ বিভিন্ন উপায়ে প্লাস্টিক বর্জ্য পরিবেশের ভারসম্যকে নষ্ট করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *