ঘূর্ণিঝড়ের আগে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিভিন্ন উদ্যোগ, হাওড়া জেলা প্রশাসনের

ঘূর্ণিঝড় ‘ডানা’র সতর্কতা হিসেবে ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। ঘূর্ণিঝড়ের আগে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং বিশেষত গঙ্গা তীরবর্তী অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের সুরক্ষার বন্দোবস্ত সরোজমিন পরিদর্শন করতে বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় রামকৃষ্ণপুর ঘাট পরিদর্শন করেন মন্ত্রী অরূপ রায়। এদিন অরূপবাবু সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, ঘূর্ণিঝড়ের সতর্কতায় আমরা ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছি।

গঙ্গা তীরবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রান্না করা খাবার তাঁদের দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও আজ সন্ধ্যা ছটার পর থেকে কাউকে গঙ্গার ঘাটে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনকে এই বিষয়টি নজরে রাখতে বলা হয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনে কমিউনিটি কিচেন চালু থাকবে বলে অরূপ রায় এদিন জানান।