‘ভি’ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে পুরীর ভগবান জগন্নাথ রথযাত্রার লাইভ দর্শন এনেছে

ভারতের অন্যতম সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব রথযাত্রা। রথযাত্রা দর্শনের জন্য প্রতিবছর পুরীতে অসংখ্য মানুষ সমবেত হন। এবারও পুরীর প্রভু জগন্নাথদেবের বাৎসরিক রথযাত্রার দিন এগিয়ে আসছে। দেশের বিভিন্ন স্থানের পূণ্যার্থীরা যাতে গুন্ডিচা মন্দির অভিমুখে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা ও এক সপ্তাহ পরে তাঁদের উল্টোযাত্রা প্রত্যক্ষ করতে পারেন সেজন্য ‘ভি’ লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করেছে।

শেমারুমি’র (ShemarooMe) সহযোগিতায় ভি গ্রাহকরা পুরীর রথযাত্রা ‘লাইভ’ দর্শনের সুযোগ পাবেন ভি অ্যাপে ‘ভি মুভিজ অ্যান্ড টিভি’তে (Vi Movies & TV), সেইসঙ্গে https://vimoviesandtv.in/-এর মাধ্যমেও। প্রভু জগন্নাথের রথযাত্রা শুরু হবে ২০ জুন সকাল সাড়ে ৭টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬টায়।

রথযাত্রার সঙ্গে সম্পর্কিত অন্যান্য অনুষ্ঠানও দেখতে পারবেন ভি গ্রাহকরা। এইসব প্রথাগত অনুষ্ঠান ‘লাইভ’ দেখা যাবে একমাত্র ভি অ্যাপে এবং https://vimoviesandtv.in–এ।