অল্প বৃষ্টিতেই জল জমে যাতায়াতে দুর্ভোগ, এটাতো পুরসভা না গরুসভা পুরসভা কে কটাক্ষ স্থানীয়দের

অল্প বৃষ্টিতেই জল জমে যাতায়াতে চরম দুর্ভোগ। এটাতো পুরসভা না গরুসভা পুরসভা কে কটাক্ষ স্থানীয়দের। জুতো হাতে জল পেরিয়ে যাতায়াত। চরম সমস্যায় এলাকাবাসী। ধুপগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। বারংবার পৌরসভা সহ বিভিন্ন জায়গায় জানিও কোন লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। ধুপগুড়ি শহরের স্টেশন পাড়া এলাকার 15 নম্বর ওয়ার্ডের একাংশে র বাসিন্দাদের অভিযোগ, আজ পর্যন্ত কোনো রকম রাস্তায় বানানো হয়নি ওই এলাকায়। পাশাপাশি গর্ভবতী মা থেকে শুরু করে অসুস্থ রোগী সকলকেই কোলে করে প্রায় এক কিলোমিটার নিয়ে আসার পর অ্যাম্বুলেন্সে তুলতে হয়। এমনকি একটু বৃষ্টিতেই কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে তা দিয়েই চলে যাতায়াত। এলাকাবাসীদের অভিযোগ, বারংবার ধুপগুড়ি পৌরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং কে অনেকবার লিখিত অভিযোগ জানানোর পরেও কোনরকমের কাজ হয়নি। পাশাপাশি তাদের অভিযোগ ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও ভোট পরবর্তীতে সকলেই ওই রাস্তার কথা ভুলে যায়। যদিও এই বিষয়ে ধুপগুড়ি পৌরসভার কোন বক্তব্য পাওয়া যায়নি।