অভিনেতা শুভাশিস পিতা না হওয়ার আক্ষেপে কি বললেন

অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে বেশিরভাগ ছবিতেই কমিক চরিত্র দেখেছেন দর্শক। কিন্তু বেশ সিরিয়াস একজন অভিনেতা। এর প্রমাণ ‘হরবার্ট’ কিংবা ‘মহালয়া’র মতো ছবি। তিনি এককথায় অনবদ্য একজন অভিনেতা। কেবল সিনেমায় নয়, দর্শকরা তাঁকে দেখেছেন মঞ্চে এবং বাংলা সিরিয়ালেও। এই শুভাশিস কিন্তু ব্যক্তিজীবনে ভীষণ সুখী একজন মানুষ। তিনি বিয়ে করেছিলেন নাট্যজগতেরই এক প্রতিভাময়ীকে। নাম ঈপ্সিতা মুখোপাধ্যায়। আজ থেকে ৩৮ বছর আগে ১৯৮৬ সালে কাছাকাছি এসেছিলেন দুই শিল্পী। ম্যাক্সমুলার ভবনে একটি নাটক একসঙ্গে করেছিলেন শুভাশিস-ইপ্সিতা। সেই আলাপ। তখন থেকেই দুই শিল্পীর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। বর্তমানে তাঁরা স্বামী-স্ত্রী।

কিন্তু অভিনেতা শুভাশিসের জীবনে একটি অপূর্ণতা রয়েছে। তিনি কোনওদিনও সন্তান সুখ পাননি। তাঁর এবং ঈপ্সিতার জীবনে আসেনি কোনও সন্তান। সন্তানের জন্য হাহাকার হয় শিল্পী শুভাশিসের বুকে। বিষয়টি সম্পর্কে  সংবাদমাধ্যমে প্রথমবার মুখ খুলেছিলেন শুভাশিস। তিনি বলেছিলেন, “আমি সন্তানের বাবা হতে পারিনি তো কী আছে! এই নিয়ে আমার কোনও দুঃখ নেই। দিব্যি আছি আমি আর ঈশিতা।”

শুভাশিস-ইপ্সিতা ৬ মে নিজেদের মতো করে কাটিয়েছেন। এই দিনটিতে পালিত হয় তাঁদের বিবাহবার্ষিকী। তিনি স্ত্রী সম্পর্কে বলেছিলেন, “আমি ভীষণ লাকি যে ঈপ্সিতাকে আমি স্ত্রী হিসেবে পেয়েছি। ওর সঙ্গে আমারই পথচলা দারুণ মধুর। জন্মান্তর বলে যদি কিছু সত্যিই থেকে থাকে, তাহলে আবারও ঈশিতাকেই আমি আমার স্ত্রী হিসেবে চাইব।