আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে ?

‘বাংলার আলু কেন বাইরে চলে যাচ্ছে’? মুখ্যমন্ত্রীর নিশানায় এবার নিচুতলার পুলিসকর্মীরা। বললেন, ‘রাজনৈতিক নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। ৫ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয় চোর। কিন্তু নিচুতলার কিছু অফিসার, কিছু কর্মী, যাঁরা এই সরকারকে ভালোবাসে না। রাজ্য জুড়ে এখন শীতের আমেজ। কিন্তু বাজারে আগুন! শাক-সবজির দাম আকাশছোঁয়া। শীতকাল আসছে। অবিলম্বে টাস্ক ফোর্সের মিটিং করা হোক। আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে? আমাদের রাজ্যে যা প্রয়োজন, সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ না উঠছে, ততক্ষণ বাইরে আলুটা যাবে না। এরা এক্সপোর্ট করতে শুরু করে দিয়েছে। নজরদারি করতে হবে’।

মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘সীমানা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার নিয়ন্ত্রণ কর। তার আগে স্টক আমাকে দেখাবে। কত ছিল, কত বেরিয়েছে, এখন কত আছে’। শুধু বীজের জন্য় আলু যেটুকু লাগে, সেটুকু রেখে। এদিনের বৈঠকে রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার কে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। ডিজিকে বলেন, ‘হয়তো তুমি চেষ্টা কর, কিন্তু স্থানীয় পুলিস সহযোগিতা করছে না।  সবাইকে বলছি না। কিন্তু নিচুতলার কিছু অফিসার, কিছু কর্মী, যাঁরা এই সরকারকে ভালোবাসে না।মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘সীমানা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার নিয়ন্ত্রণ কর। তার আগে স্টক আমাকে দেখাবে। কত ছিল, কত বেরিয়েছে, এখন কত আছে’। শুধু বীজের জন্য় আলু যেটুকু লাগে, সেটুকু রেখে। এদিনের বৈঠকে রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার কে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। ডিজিকে বলেন, ‘হয়তো তুমি চেষ্টা কর, কিন্তু স্থানীয় পুলিস সহযোগিতা করছে না।  সবাইকে বলছি না। কিন্তু নিচুতলার কিছু অফিসার, কিছু কর্মী, যাঁরা এই সরকারকে ভালোবাসে না।