গ্রাহক-স্বার্থে টিকেএম ও ইন্ডিয়ান ব্যাংকের মউ স্বাক্ষর

টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) ভারতের অন্যতম অগ্রণী ন্যাশনালাইজড ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে এক পার্টনারশিপ শুরু করল। এর উদ্দেশ্য গ্রাহকদের আকর্ষণীয় ‘ভেহিকেল ফাইনান্সিং অপশন’ প্রদান করা।

নতুন টাই-আপের মাধ্যমে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণ হওয়া সম্ভব হবে, যেমন ৯০% পর্যন্ত অন-রোড ফান্ডিং, যাতে প্রসেসিং ফি, ফোরক্লোজার, ও পার্ট-পেমেন্ট চার্জ থাকবে না। এরফলে এখন থেকে রুরাল ও সেমি-রুরাল এলাকার গ্রাহকদের পক্ষে ‘ইজিয়ার ফান্ডিং অপশন’-এর মাধ্যমে তাদের পছন্দসই টয়োটা ভেহিকেল ক্রয় করা সম্ভব হবে। এই টাই-আপ এমন সময়ে আরম্ভ হল যখন টিকেএম তাদের প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারণের কাজ চালাচ্ছে। মডেলগুলির মধ্যে রয়েছে ইনোভা হাইক্রস, আর্বান ক্রুজার হাইরাইডার, নিউ ইনোভা ক্রিস্টা, হাইলাক্স, ফরচুনার, লিজেন্ডার, টয়োটা গ্ল্যাঞ্জা, ক্যামরি হাইব্রিড ও ভেলফায়ার।

আগ্রহী ক্রেতারা দেশের ৫৬৭টি টিকেএম কাস্টমার টাচপয়েন্ট ও ইন্ডিয়ান ব্যাংকের ৫৭০০টিরও বেশি ব্রাঞ্চ থেকে ‘ফাইনান্সিং বেনিফিট’ গ্রহণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *