দিল্লিতে শাওমি ও রেডমি’র ফোনে ভি ৫জির টেস্ট সফল

দেশের অগ্রণী স্মার্টফোন ব্র্যান্ড শাওমি ইন্ডিয়া (Xiaomi India) ও ভোডাফোন আইডিয়া (ভি/Vi) গ্রাহকদের নিরবিচ্ছিন্ন ৫জি অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এক পার্টনারশিপে আবদ্ধ হল। এই পার্টনারশিপের ফলে শাওমি (Xiaomi) ও রেডমি (Redmi) স্মার্টফোন ব্যবহারকারীরা ভি ৫জি (Vi 5G) সার্ভিস চালু হলে তাদের ফোনে সেই ডেটা এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবেন।

শাওমি, রেডমি ও এমআই (Mi) ব্র্যান্ডের ১৮টি ডিভাইসে সাফল্যের সঙ্গে ভি ৫জি টেস্ট সম্পন্ন হয়েছে। ভি ৫জি নেটওয়ার্ক বাণিজ্যিকভাবে লঞ্চ হওয়ার পর গ্রাহকদের শুধু নিজেদের ফোনের সেটিংস ৪জি থেকে ৫জি করে নিতে হবে।

শাওমি ও ভি তাদের গ্রাহকদের প্রকৃত ৫জি নেটওয়ার্কের অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্য নিয়ে এভাবে উদ্যোগী হয়েছে। ইতিমধ্যে শাওমি ইন্ডিয়া ও ভি নতুন দিল্লিতে শাওমি ও রেডমি ৫জি ডিভাইসে ভি ৫জি নেটওয়ার্ক নিয়ে সফল পরীক্ষা চালিয়েছে।