আবার ফিরতে পারে ঠান্ডা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত, আগমন হচ্ছে গরমর। পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া।

এদিকে সামনেই সরস্বতী পুজো, সেই সময় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মাঘের শেষে ফের নামবে তাপমাত্রা। আগামী দুদিন শীতের আমেজ থাকবে বঙ্গে। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। তার পর ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। সরস্বতী পুজো পর্যন্ত শীতের মুড সুইং চলবেই।

তাপমাত্রা কমলেও হাড় কাঁপানো শীতের সম্ভাবনা আর নেই। সকালের দিকে রাজ্যের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।