প্রতারণা রুখতে অর্থ দফতরকে সতর্ক করল কলকাতা পুলিশ

দিন প্রতিদিন ক্রমাগত চারিদিকে বেড়ে চলেছে প্রতারণা। বর্তমান পরিস্তিতিতে যে জিনিস নিয়ে সবথেকে বেশি প্রতারণা হচ্ছে তা হল আধার কার্ড। এই পরিস্থিতিতে রাজ্যের অর্থ দফতরকে সতর্ক করল কলকাতা পুলিশ। আধার কার্ডের তথ্য যেন তারা আড়াল করার ব্যবস্থা করে, জানানো হয়েছে এমন আর্জি। 

আসলে বিভিন্ন সরকারি কাজের জন্য আধার কার্ডের তথ্য নেওয়া হয়। পরে সেগুলি নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোডও করা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই এই ধরনের ওয়েবসাইটে আধার নম্বর, আঙুলের ছাপ-সহ অন্যান্য বায়োমেট্রিক তথ্য আপলোড হয়ে যায় এবং দেখা যাচ্ছে এর থেকেই প্রতারণা বাড়ছে।

কলকাতা পুলিশ এ ব্যাপারেই রাজ্যের অর্থ দফতরকে সতর্ক করে জানিয়েছে, আধার সংক্রান্ত সব তথ্য আপলোড করার সময় যেন সেগুলি আড়াল করার ব্যবস্থা করে অর্থ দফতর। যাতে এই সমস্ত ওয়েবসাইট থেকে ওই তথ্য বেহাত না হতে পারে। এই নিয়ে প্রতারণা বাড়লে আর্থিক ক্ষতির আশঙ্কা যে বাড়বেই তা বলাই বাহুল্য।