বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে জিটিএ’তে নিয়োগ দুর্নীতির তদন্ত করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
তবে এদিন উচ্চ আদালতের সেই রায়ের ওপর আগামী দু’সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। জিটিএ-র শিক্ষক নিয়োগ মামলায় সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।
তাতে কোনো সুরাহা হয়নি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। আর তাতেই মিলল স্বস্তি। ২০১৯ সালে জিটিএ এলাকায় শিক্ষক নিয়োগ শুরু হয়। পরে দুর্নীতির অভিযোগ সামনে আসতে ওই বছরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই ৭০০ জনের বেশি শিক্ষককে পাহাড়ে নিয়োগ করা হয়েছে বলে হাইকোর্টে দায়ের হয় মামলা।